মিয়ানমার সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের দখল নিল আরাকান আর্মি
মিয়ানমার সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ড দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করল আরাকান আর্মি।
শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ সামরিক দপ্তর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবী করেছে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।
বিবৃতিতে আরাকান আর্মির মুখপাত্র জানিয়েছেন, রাখাইন প্রদেশে জান্তা সদর দফতর দখল করে নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউং তুন এবং জেনারেল কেয়ো কেয়োকে।
মিয়ানমার সেনাবাহিনীর ১৪ টি সামরিক কমান্ড এর মধ্যে অন্যতম – রাখাইন প্রদেশের আন শহরে অবস্থিত ওয়েস্টার্ন রিজিওনাল মিলিটারি কমান্ড।
দেশটির পুরো পশ্চিম অঞ্চলে এই কমান্ড সদর দপ্তর থেকে জান্তার সামরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিলো।
সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশ (২৭১ কিলোমিটার) পুরোটাই দখলে নেয় আরকান আর্মি।
বিদ্রোহী গোষ্ঠীটি গত বছরের নভেম্বরে রাখাইন রাজ্যে হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত রাজ্যটির ১৭ টি টাউনশীপের (জেলা) ১২ টি এবং পার্শ্ববর্তী চিন প্রদেশের ১ টি টাউনশীপে (পালেতওয়া) নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
এদিকে প্রতিবেশী রাষ্ট্রের চলমান পরিস্থিতিতে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে সর্তক বাংলাদেশ। বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রতিটি বিওপিতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে