Views Bangladesh Logo

বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করেও অনুমতি পায়নি আরামকো: সৌদি রাষ্ট্রদূত

বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে একাধিকবার বিনিয়োগের চেষ্টা করেছিল। কিন্তু সেসব প্রচেষ্টায় তারা সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। তিনি আরও অভিযোগ করেন, ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে কিছু ব্যক্তি বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেন।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত এসব কথা বলেন।

তিনি জানান, ব্যক্তিগত স্বার্থে কিছু ব্যক্তি বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেন। এই সংকট কাটিয়ে উঠতে সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে। দুই দেশের সম্পর্ক শুধু শ্রম রপ্তানির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।

অনুষ্ঠানে অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আগের সরকার যেমন সৌদি আরবের তেল কোম্পানি আরামকোকে বিমানবন্দর থেকে দূরে রেখেছিল, তেমনি দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও তাড়িয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘বাণিজ্য বৃদ্ধির কাজ শুধু সরকারের নয়। সরকার পরিবেশ তৈরি করবে, আর বেসরকারি খাত সেই সুবিধা নিয়ে বাণিজ্য বাড়াবে।’

বাংলাদেশে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশের অভাব রয়েছে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘যতটা বিনিয়োগবান্ধব পরিবেশের কথা বলা হতো, বাস্তবে তা ছিল না। তবে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য সঠিক পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

অনুষ্ঠানে সৌদি আরবকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ