Views Bangladesh

Views Bangladesh Logo

কানাডাকে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে আর্জেন্টিনা

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১০ জুলাই ২০২৪

কানাডার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতল আর্জেন্টিনা। আর এ জয়ে টানা দ্বিতীয়বার এবং শেষ আট কোপায় ষষ্ঠবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল লিওনেল মেসির দল।

মঙ্গলবার (৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সেমিফাইনাল ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে সুযোগ হাতছাড়া হয় কানাডার। কারণ প্রতিপক্ষের বক্সে ঢুকে জ্যাকব শাফেলবার্গের নেয়া শটটি গোল পোস্টের উপর দিয়ে চলে যায়। বিপরীতে ম্যাচের ১২তম মিনিটে প্রতিপক্ষের গোল পোস্টে প্রথম শট নেয় আর্জেন্টিনা। মেসির শটটিও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে ম্যাচের ২১তম মিনিটে এসে কাঙ্ক্ষিত লিড পায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে কানাডার এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান হুলিয়ান আলভারেজ। দিয়েগো ফোরলান, রোমারিও ও মেসির পর চতুর্থ খেলোয়াড় হিসেবে কোপা আমেরিকা ও বিশ্বকাপের সেমিফাইনালে গোল করলেন এই আর্জেন্টাইন নাম্বার নাইন।

এরপর প্রথমার্ধের শেষ দিকে জোড়া সুযোগ মিস করে আর্জেন্টিনা। ম্যাচের ৪৩তম মিনিটে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন লিওনেল মেসি । কয়েক মিনিট পর ডি মারিয়ার পাস থেকেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি আর্জেন্টাইন অধিনায়ক।

বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে নিজের কাঙ্ক্ষিত গোল পেয়ে যান মেসি। এনজো ফার্নান্দেজের শটে পা ছুঁইয়ে বলের দিক পরিবর্তন করেন লা পুলগা। সেই বল প্রতিপক্ষের জালে জড়ান তিনি। যদিও অফসাইডের আবেদন ছিল। কিন্তু সেই আবেদন বাতিল করেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। আর এই গোলের সুবাদে বেশ কিছু রেকর্ডও অর্জন করেন এই বিশ্বসেরা ফুটবলার।

আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক ইরানের আলী দাই (১০৯)। সেই পরিসংখ্যানের দিক থেকে দুইয়ে আছেন মেসি। আর এক গোল পেলেই তাকে ছাড়িয়ে যাবেন তিনি।

২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও চেস্টা চালিয়ে যায় কানাডা। ম্যাচের একেবারে শেষ দিকে গোলের সুযোগ পেলেও তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায় আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। কারণ ৮৯তম মিনিটে তানি ওলুয়াসারির বক্সের মাথা থেকে নেয়া শট দুর্দান্তভাবে পা দিয়ে ঠেকিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ