Views Bangladesh

Views Bangladesh Logo

আর্জেন্টিনা জয় পেলেও উরুগুয়ের কাছে ব্রাজিলের হোঁচট

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২০ নভেম্বর ২০২৪

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুয়েনস আয়ারসে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের একমাত্র গোলের সুবাদে লিওনেল মেসির দল ২০২৬ সালের বিশ্বকাপের মূলপর্বে অবস্থান কার্যত নিশ্চিত করেছে। অন্যদিকে উরুগুয়ের সঙ্গে ম্যাচ ড্র করে হোঁচট খেয়েছে ব্রাজিল।

আর্জেন্টিনা-পেরুর ম্যাচের ৫৫তম মিনিটে মেসির দুর্দান্ত একটি ক্রসে মার্টিনেজ জয়সূচক গোলটি করেন, যা ছিল পুরো ম্যাচের একমাত্র সুযোগ। ১২ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে আর্জেন্টিনা বর্তমানে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, ৭ পয়েন্ট নিয়ে পেরু রয়েছে দশ দলের মধ্যে সর্বশেষ স্থানে।

একই দিনে সালভাদরে অনুষ্ঠিত আরেক উত্তেজনাপূর্ণ ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিল ১-১ গোলে ড্র করে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্ডে ৫৫তম মিনিটে উরুগুয়েকে এগিয়ে নেন। তবে মাত্র সাত মিনিট পর ব্রাজিলের গার্সন এক দুর্দান্ত ভলিতে সমতা ফেরান।

ম্যাচে গ্যাব্রিয়েল মার্টিনেলি ব্রাজিলের হয়ে জয়ের কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রোচেত চমৎকার একটি সেভ করেন।

এই ড্রয়ের ফলে ব্রাজিল ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে এবং কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। তবে কলম্বিয়া তাদের মাঠে ইকুয়েডরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে।








মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ