Views Bangladesh

Views Bangladesh Logo

মেসির রেকর্ডের ম্যাচে জয় দিয়ে কোপা আমেরিকা শুরু আর্জেন্টিনার

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২১ জুন ২০২৪

কানাডাকে হারিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (২০ জুন) মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে ২-০ ব্যবধানে হারায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

সেই সঙ্গে কানাডার বিপক্ষে খেলতে নেমে আরেকটি রেকর্ড গড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এদিন কোপা আমেরিকায় সর্বোচ্চ ৩৫টি ম্যাচ খেলার রেকর্ড গড়েন তিনি। তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন ১৯৫৩ সালে চিলির গোলরক্ষক সের্হিও লিভিংস্টোন।

এদিন ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বজায় রাখলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে থ্রো ইন থেকে বক্সের মধ্যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দারুণ এক পাস দেন মেসি। এরপর সুবিধাজনক অবস্থানে থাকা স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে পাস দেন ম্যাক অ্যালিস্টার। আলভারেজ ডান পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন। সেই সঙ্গে টানা ১৩ ম্যাচের গোলখরা কাটান এই স্ট্রাইকার।

ম্যাচের ৮৮তম মিনিটে মেসির থ্রু থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেস। যদিও দ্বিতীয়ার্ধে দুটি গোলের সুযোগ নষ্ট করেছেন মেসি নিজে। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নিয়েছে আর্জেন্টিনা। যার ৯টিই ছিল লক্ষ্যে। অপরদিকে কানাডা ১০টি শট নিলেও মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ