র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা
সবার ওপরে থেকেই চলতি বছর শেষ করতে যাচ্ছে লিওনেল মেসির দল। শুক্রবার (২২ ডিসেম্বর) ২০২৩ সালের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পর ফ্রান্স ও ইংল্যান্ড যথাক্রমে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় ও তৃতীয়তে অবস্থান করছে। এদিকে র্যাঙ্কিংয়ের সেরা তিনে জায়গা করে নিতে পারেনি স্পেন এবং ব্রাজিল। চতুর্থ স্থানে আছে স্পেন আর ব্রাজিল আছে পঞ্চমে।
গত বছরের ডিসেম্বরে কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতলেও বছর শেষের র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল দুইয়ে। শীর্ষে ছিল ব্রাজিল। তবে ২০২৩ সালের এপ্রিলে ফিফার প্রকাশিত প্রথম র্যাঙ্কিংয়ে ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা। সেই থেকে বছরের সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়েও এক নম্বর স্থান ধরে রাখে আলবিসেলেস্তেরা।
এ বছর মাত্র ১১টি আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়িয়েছে, যার মধ্যে ৯টিই খেলেছে ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের দলগুলো। অন্য দুটি ম্যাচে ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের কলম্বিয়া, যারা ভেনেজুয়েলা ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে