Views Bangladesh Logo

অলিম্পিকসের ফুটবলের কোয়ার্টার-ফাইনালেই মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স

 VB  Desk

ভিবি ডেস্ক

প্যারিস অলিম্পিকসের ফুটবলে কোয়ার্টার-ফাইনালেই মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। তবে দুঃখের বিষয় হচ্ছে ফেভারিট এই দুই দলের একটিকে ছিটকে পড়তে হবে পদকের মঞ্চে পা রাখার আগেই।

মঙ্গলবার (৩০ জুলাই) ইউক্রেইনকে ২-০ গালে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মরক্কোর কাছে নাটকীয়ভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে তারা হারায় ইরাককে।

প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইউক্রেইনের কাছে হেরেছিল মরক্কো। তবে শেষ ম্যাচে ইরাককে বড় ব্যবধানে (৩-০) হারিয়ে কোয়ার্টার-ফাইনালই নিশ্চিত করে আফ্রিকার এই দলটি। সেই সঙ্গে তারা গ্রুপ-সেরাও হয়।

অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (৩০ জুলাই) নিউজিল্যান্ডের সঙ্গে দাপুটে ফুটবল খেলে ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ফ্রান্স। প্রথম ম্যাচে তারা একই ব্যবধানে হারিয়েছিল যুক্তরাষ্ট্রে। পরের ম্যাচে গিনির বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ