সাফ চ্যাম্পিয়নদের এক কোটি টাকা দেবে সেনাবাহিনী ও অলিম্পিক এসোসিয়েশন
সাফ চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা বোনাস দেবে সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
শনিবার (১৬ নভেম্বর) সেনাপ্রধান জেনারেল ওয়াকের-উজ-জামানের সভাপতিত্বে বিওএ নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্য ও হ্যান্ডবল ফেডারেশনের (বিএইচএফ) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর সাংবাদিকদের জানান, দুইবারের সাফ চ্যাম্পিয়নদের ৫০ লাখ টাকা করে দেবে সেনাবাহিনী এবং বিওএ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে