হাজারীবাগে নারীকর্মী হত্যার অভিযোগে সেনা কর্মকর্তা গ্রেপ্তার
রাজধানী ঢাকার হাজারীবাগে এক নারীকর্মীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাজারীবাগ থানার ডিউটি অফিসার মোহাম্মদ কাছেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইভেন্ট ম্যানেজমেন্টের এক নারীকর্মী তানিয়া আক্তার (৩৫) হত্যার ঘটনায় শুক্রবার (৩১ মে) সকালে ভাসানটেক এলাকা থেকে লেফটেন্যান্ট কর্নেল মো. কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৯ জানুয়ারি ওই নারীকর্মীকে তাকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের দুই দিন পর হাজারিবাগের মিতালী রোডের একটি ফ্ল্যাট থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এরপর সিসিটিভি ফুটেজ, পারিপার্শ্বিক প্রমাণ ও মোবাইল কথোপকথন বিশ্লেষণ করে সেনা কর্মকর্তা কুদ্দুসুর রহমানকে সন্দেহ করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অভিযুক্ত কুদ্দুসুর রহমানকে তদন্তের স্বার্থে হেফাজতে নিতে চিঠি দেয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে