ঢাবি ছাত্রীকে হেনস্তা :সাময়িক বরখাস্ত অর্ণব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি )এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে সিন্ডিকেট সভায় তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণব ছুটিতে থাকবে।
ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাবি প্রশাসন।
শনিবার (৮ মার্চ) ঢাবির গণসংযোগ দপ্তরের উপপরিচালক ফারুখ মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বুধবার, ওইদিন ভুক্তভোগী ছাত্রী এক ফেসবুক পোস্টে জানান, শাহবাগ থেকে ফেরার পথে অভিযুক্ত মোস্তফা আসিফ অর্ণব তাকে ওড়না নিয়ে অপমানজনক মন্তব্য করে হেনস্তা করেন। তিনি ছাত্রীকে 'পর্দা করা হয়নি' বলে অভিযুক্ত করেন এবং তার আচরণ ছিল আক্রমণাত্মক।
তিনি জানান, তিনি সালওয়ার কামিজ ও ওড়না পরা অবস্থায় ছিলেন। অভিযুক্ত তাকে ওড়না ঠিক করার কথা বললে তিনি পাল্টা জবাব দেন যে এটি দেখার অধিকার তার নেই। এরপর তিনি প্রক্টরকে কল দিতে চাইলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যান।
ঘটনার পর পুলিশ মোস্তফা আসিফ অর্ণবকে গ্রেপ্তার করলেও বৃহস্পতিবার আদালত তাকে জামিন দেন। পরে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী মামলা প্রত্যাহার করেছেন। ভিউজ বাংলাদেশকে তিনি বলেন, বৃহস্পতিবার অভিযুক্ত অর্ণব জামিন পাওয়ার পরেই তিনি হত্যা ও ধর্ষনের হুমকি পান, এবং সঙ্গেসঙ্গেই মামলা প্রত্যাহার করে নেন।
এই ঘটনার পর আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে দেখা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এসময় তাঁর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন উপাচার্য।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে