Views Bangladesh Logo

সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

 VB  Desk

ভিবি ডেস্ক

চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান এ আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন আদালতে সাকিব ও অন্য তিনজনের হাজির হওয়ার কথা থাকলেও হাজির হননি সাকিব আল হাসান ও এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন। তবে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম।

মামলার নথি অনুযায়ী, সাকিব আল হাসানের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসার জন্য বিভিন্ন সময়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। এর বিপরীতে এগ্রো ফার্ম কোম্পানিটি দুটি চেক ইস্যু করে। পরে চেক দুটি অপর্যাপ্ত তহবিলের কারণে তা ডিজঅনার হয়। দুটি চেকের মোট টাকার পরিমাণ প্রায় ৪ কোটি ১৪ লাখ টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ