পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিদেশের বন্দরে সমুদ্রগামী জাহাজ থেকে পালানো ১৯ জন নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নৌ আদালত।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে পলাতক নাবিকদের নাম ও ঠিকানা প্রকাশ করা হয়নি।
এ কারণে পলাতক ১৯ নাবিকের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা বা নৌপরিবহন অধিদপ্তরে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
নৌপরিবহন অধিদপ্তরের তথ্যমতে, ১৩টি জাহাজ থেকে এসব নাবিক পালান, যার মধ্যে তিনটি বাংলাদেশি পতাকাবাহী এবং ১০টি বিদেশি পতাকাবাহী জাহাজ রয়েছে। পালানো নাবিকদের মধ্যে নোয়াখালী ও চট্টগ্রামের পাঁচজন করে, ফেনীর দুজন এবং সাতটি জেলার আরও সাতজন রয়েছেন।
অধিদপ্তর জানায়, সবচেয়ে বেশি নাবিক পালান বাংলাদেশি পতাকাবাহী জাহাজ মেঘনা অ্যাডভেঞ্চার থেকে। ২০২৩ সালের ২৭ নভেম্বর রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বন্দরে যাওয়ার পথে মিসিসিপি নদীতে জাহাজ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যান চারজন নাবিক।
নৌ আদালত এই ঘটনার তদন্ত ও দায়ীদের চিহ্নিত করতে কাজ করছে। অন্যদিকে নৌপরিবহন অধিদপ্তর এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে