Views Bangladesh

Views Bangladesh Logo

নাফ নদ থেকে ২ বাংলাদেশি যুবককে অপহরণের অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১৯ মে ২০২৪

ক্সবাজারের টেকনাফের নাফ নদে কাঁকড়া ধরতে যাওয়া ২ বাংলাদেশি চাকমা যুবকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা অপহরণ করেছে বলে ভুক্তভোগীর করেছেন পরিবার। এ ঘটনায় শনিবার (১৮ মে) টেকনাফ থানা ও ২ বিজিবি বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে টেকনাফের হোয়াইক্যং নাফ নদ ৫ নম্বর স্লুইসগেট এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড লম্বাঘোনার মৃত ওচামং চাকমার ছেলে ছৈলা মং চাকমা (২৯) ও মংথাইংছিং তঞ্চঙ্গ্যা চাকমার ছেলে ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা (২৫)।

অপহৃত ক্যমংখো তঞ্চঙ্গ্যার মা ছুছিং ছা তঞ্চঙ্গ্যা অভিযোগে উল্লেখ করেন, আমার ছেলে ও নাতি নাফ নদে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টার দিকে কাঁকড়া ধরার জন্য তারা নাফ নদে যায়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারি, নাফ নদ থেকে আরসার সদস্যরা তাদের ধরে নিয়ে গেছে।

অপহৃত ছৈলা মং চাকমার বড় ভাই সালাও মং চাকমা বলেন, কাঁকড়া আহরণ করতে গেলে হোয়াইক্যংয়ের ৫ নম্বর স্লুইসগেট পয়েন্ট থেকে তাদের তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। পরে জানতে পারি, তারা আরসার সদস্য। এখন পর্যন্ত কোনো মুক্তিপণ বা কেউ যোগাযোগ করেনি।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, দু’জন চাকমা যুবকের নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর রাখছি। তাদের কারা তুলে নিয়ে গেছে, সে বিষয়টি যাচাই করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ