Views Bangladesh Logo

রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আর্সেনাল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে তাদের দুর্দান্ত পথচলা অব্যাহত রেখে বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জয় তুলে নিয়েছে আর্সেনাল। প্রথম লেগে ৩-০ গোলের জয়ের পর এবার মোট ৫-১ গোলের দাপুটে জয়ে সেমিফাইনালে পা রাখল গানাররা।

ইউরোপিয়ান ফুটবলে তাদের ঐতিহ্যবাহী প্রত্যাবর্তনের আশায় মাঠে নামে রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচের প্রথমার্ধে তাদের খেলা সমর্থকদের মনে হতাশা ছড়ায়। বিরতির আগে তারা একটিও শট অন টার্গেট করতে পারেনি। অন্যদিকে বুকায়ো সাকার জন্য পেনাল্টির সুযোগ পায় আর্সেনাল। তবে সাকার চেষ্টা ব্যর্থ হয়।

তবে ৬৫তম মিনিটে সাকা তার ভুল শোধরান। তার গোলে ১-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল এবং মোট স্কোরলাইনে ৪-০ তে এগিয়ে থাকে দলটি। ঠিক এক মিনিট পরে রিয়ালের হয়ে একটি গোল করে আশার আলো জাগান ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু স্প্যানিশ জায়ান্টরা আর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়।

ইনজুরি টাইমে আর্সেনালের হয়ে দ্বিতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, যা রিয়াল মাদ্রিদের পরাজয় চূড়ান্ত করে। এই জয়ের মাধ্যমে আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ এবারের ইউরোপিয়ান মৌসুমে হতাশার সঙ্গে বিদায় নিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ