Views Bangladesh Logo

ইংলিশ লিগে অপ্রতিরোধ্য আর্সেনাল, জয়ে ফিরল ম্যানসিটি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১৫ ম্যাচে অপ্রতিরোধ্য থাকার খেতাব ধরে রেখেছে আর্সেনাল।

গত নভেম্বরে নিউক্যাসলের কাছে ১-০ গোলে হারের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি গানারদের। সর্বশেষ রোববার (১৫ ফেব্রুয়ারি) কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে আর্সেনাল। বর্তমানে ২৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫৭, আর ২৫ ম্যাচে আর্সেনালের অর্জন ৫৩ পয়েন্ট।

আর্সেনালের জয়ের দিনে বিজয়ের হাসি ফুটেছে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের মুখেও। আগের ম্যাচে আর্সেনালের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর, সিটি এবার ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসলকে ৪-০ গোলে পরাজিত করেছে। সিটির বড় জয়ের নায়ক ছিলেন ওমর মারমুশ। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে জয়ের নায়ক বনে যান তিনি। ১৯, ২৪ এবং ৪৪ মিনিটে তিনটি গোল করে মারমুশ ইংলিশ লিগে নিজের প্রথম হ্যাটট্রিক করেন। সিটির এই জয়ে তাদের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান উঠে এসেছে। ২৫ ম্যাচে সিটির পয়েন্ট এখন ৪৪।

অন্য ম্যাচগুলোতে, ফুলহাম ২-১ গোলে নটিংহাম ফরেস্ট, বোর্নমাউথ ৩-১ গোলে সাউথম্পটন, ব্রেন্টফোর্ড ১-০ গোলে ওয়েস্টহাম এবং এভার্টন ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে পরাজিত করেছে। অ্যাস্টন ভিলা ও ইপসউইচের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বোর্নমাউথ চেলসির সমান ৪৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে, এবং নটিংহাম ফরেস্ট ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি লিভারপুলের মাঠে উলভস এবং টটেনহাম হটস্পার স্টেডিয়ামে স্পারস ও ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে। এরপর ১৯ ফেব্রুয়ারি লিভারপুলের ম্যাচ রয়েছে অ্যাস্টন ভিলার বিপক্ষে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ