Views Bangladesh Logo

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে আর্সেনালের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত রিয়াল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

উরোপিয়ান ফুটবলের অন্যতম বড় মঞ্চে এক স্মরণীয় রাত কাটাল আর্সেনাল। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল ইংলিশ জায়ান্টরা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক খেললেও কেউ গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরে যায় ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইসের নেতৃত্বে। ৫৮ এবং ৭০ মিনিটে তার দুটি দুর্দান্ত ফ্রি কিক রিয়াল মাদ্রিদের গোলরক্ষক তিবো কোর্তোয়াকে পুরোপুরি পরাস্ত করে। এরপর ৭৫তম মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো। সেইসঙ্গে দলের জন্য বড় জয় নিশ্চিত করে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাকে উজ্জ্বল করেন তিনি।

এদিকে ম্যাচের শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের এদুয়ার্দো কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন, যা তাদের হতাশাকে আরও বাড়িয়ে তোলে।

সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে সেমিফাইনালে উঠেছিল আর্সেনাল । এখন তারা দীর্ঘ প্রতীক্ষিত সেই স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার জন্য সান্তিয়াগো বার্নাব্যুতে যাচ্ছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ