ম্যানসিটিকে গোলবন্যায় ভাসিয়ে আর্সেনালের দুর্দান্ত জয়
ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্সেনাল। যার ফলে তারা প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান ছয়-এ নামিয়ে এনেছে।
এমিরেটসে অনুষ্ঠিত এই ম্যাচের দ্বিতীয় মিনিটেই আর্সেনালের মার্টিন ওডেগার্ড গোল করে দলকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে আর্লিং হালান্ড গোল করে ম্যানচেস্টার সিটিকে সমতায় ফেরান। তবে আর্সেনাল দ্রুতই এর জবাব দেয়। থমাস পার্টের শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে গোলপোস্টে ঢুকে গেলে আবারও এগিয়ে যায় তারা।
৭৬তম মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ব্যবধান আরও বড় করেন আর্সেনালের কাই হাভার্টজ। এর কিছুক্ষণ পরই অর্থাৎ ৮১তম মিনিটে দলটির মাইলস লুইস-স্কেলি তার প্রথম গোল করেন। অতিরিক্ত সময়ে ৯৩তম মিনিটে ইথান নোয়ানেরি গোল করে আর্সেনালের দুর্দান্ত জয় নিশ্চিত করেন।
এদিকে এই ম্যাচে আর্সেনালের আক্রমণাত্মক ফুটবলের সামনে টিকে থাকতে পারেনি টানা ৬ ম্যাচ অপরাজিত থাকা ম্যানচেস্টার সিটি।
এই জয়ে ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে ৪১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি অবস্থান চতুর্থ স্থানে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে