Views Bangladesh Logo

চেলসির জালে আর্সেনালের ৫ গোল

 VB  Desk

ভিবি ডেস্ক

তকাল রাতের ম্যাচে চেলসির উপর যেন এক ধ্বংসলীলা চালাল আর্সেনাল। ৫ গোল দিয়ে বড় ব্যবধানে জিতল মিকেল আরতেতার দল। একইসঙ্গে এ নিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ষষ্ঠবারের মতো ৫ বার তার বেশি গোল করল দলটি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে অনুষ্ঠিত এ ম্যাচের ৪ মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়ান আর্সেনালের লিয়েন্দ্রে টোসার্ড। এতে শুরুতেই এগিয়ে যায় দলটি। বাকি ৪ গোল ম্যাচের দ্বিতীয়ার্ধে করে গানাররা।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে নিজের প্রথম গোল করেন হোয়াইট। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। এর ৫ মিনিট পর হ্যাভার্টজ নিজের প্রথম গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন।

৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হ্যাভার্টজ। এরপর ৭০ মিনিটে চেলসির জালে শেষ পেরেক (নিজের দ্বিতীয় গোল) ঠুকেন হোয়াইট। বাকী সময় আর কোনো গোল না হলেও ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

এই জয়ে ৩৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৭। অপরদিকে এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। আর ৩২ ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ