Views Bangladesh Logo

রাজধানীতে শুরু হলো চিত্রপ্রদর্শনী ‘দ্য স্টোরি অব আর্ট’

ঢাকা স্টোরিটেলার্স আয়োজিত চিত্রপ্রদর্শনী ‘দ্য স্টোরি অব আর্ট’ রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকি গ্রীনহাউসে শুরু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে দেশের ২৮ জন খ্যাতিমান চিত্রশিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে।

প্রদর্শনীতে দেশের বরেণ্য শিল্পী প্রফেসর এমেরিটাস রফিকুন নবীর ‘আর্ট টক’ শিরোনামের চিত্রকর্মসহ শাহাবুদ্দিন আহমেদ, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, আবদুস শাকুর শাহ এবং ‘আদিবাসী’ চিত্রশিল্পী কনক চাঁপা চাকমার চিত্রকর্ম বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ছয় দিনের এই প্রদর্শনী এখনও দর্শকদের ব্যাপক সাড়া না পেলেও, যারা এসেছেন তারা বাংলাদেশের উজ্জ্বল ও বৈচিত্র্যময় চিত্রজগতের এক অনন্য অভিজ্ঞতা পেয়েছেন বলে জানিয়েছেন।
প্রদর্শনীর আয়োজক ঢাকা স্টোরিটেলার্স জানিয়েছে, ‘দ্য স্টোরি অব আর্ট’ একটি ব্যতিক্রমী চিত্রপ্রদর্শনী, যেখানে শিল্পপ্রেমীরা ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এছাড়া, প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশের গ্রামীণ শিক্ষাখাতে ব্যয় করা হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।
চিত্রপ্রদর্শনীটি আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ