আশ্রয়ণ প্রকল্পের বাড়ি গৃহহীনদের আত্মমর্যাদা বাড়িয়ে দিয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে ঘর দেয়া হচ্ছে, যা গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে আত্মমর্যাদা বয়ে আনছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে ঘর দেয়া হচ্ছে। তাই ভূমিহীন ও গৃহহীন মানুষের জীবনযাত্রার মান বদলে গেছে, যা তাদের আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী করে তুলেছে। এটা বাংলাদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।’
সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের ফ্ল্যাগশিপ হাউজিং প্রোগ্রাম আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঈদের আগে সারা দেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে উপহার হিসেবে আরও ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, তার সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা, কারণ তারা আওয়ামী লীগের প্রতি আস্থা রেখেছে এবং বারবার তার দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে।
তিনি বলেন, আমাদের জনগণের সেবা করতে হবে। আমার বাবা নিজেকে জনগণের সেবক বলতেন। আমিও বাবার পদাঙ্ক অনুসরণ করে জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন অনুযায়ী তার সরকার জনগণকে একটি সুন্দর ও উন্নত জীবন উপহার দিতে কাজ করে যাচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে