Views Bangladesh

Views Bangladesh Logo

দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১০ মার্চ ২০২৪

পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পিপলস পার্টির সহ-সভাপতি আসিফ আলী জারদারি। এ নিয়ে দ্বিতীয়বার রাস্ট্র প্রধান হলেন তিনি।

বার্তা সংস্থা আল-জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৯ মার্চ) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পরিষদের সংসদ সদস্য, প্রাদেশিক এমপি এবং সিনেটরদের ভোটাভুটিতে জোট সরকারের মনোনীত প্রার্থী জারদারি পান ২৫৫ ভোট। অপরদিকে তার বিরোধী পাকিস্তান তেহরিক–ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাই পান ১১৯ ভোট।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামীকাল রবিবার জারদারির রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

শপথ নেওয়ার পর বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভীর স্থলাভিষিক্ত হবেন জারদারি। এর আগে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন তিনি।

এদিকে পিটিআই বলছে, নির্বাচনের ফলাফল বিলম্ব করতে ও তাদের বিজয় রোধ করতে এদিন মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেছেন, নির্বাচনে জারদারির বিজয় ছিল ‘অসাংবিধানিক’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ