Views Bangladesh

Views Bangladesh Logo

ফেসবুক জুড়ে অসীম জাওয়াদের 'আত্মত্যাগের' বন্দনা

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

চট্টগ্রামের পতেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। তার এই মৃত্যুতে নেটিজেনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। শোক প্রকাশের পাশাপাশি ফেসবুক জুড়ে এখন চলছে পাইলট অসীম জাওয়াদের বীরত্ব আর আত্মত্যাগের বন্দনা।

বিমান বিধ্বস্তের সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও দেখে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে নেটিজেনরা ধারণা করছেন, নিজের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য না দিয়ে অসীম জাতীয় সম্পদ যুদ্ধবিমানটি রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এমনকি লোকালয় এবং জনবসতির ক্ষতি এড়াতেই আগুন লাগা বিমানটিকে নদীর দিকে নিয়ে যান অসীম।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর প্রেস ব্রিফিং থেকে জানা যায়, অসীম এবং তার কো-পাইলট শেষ পর্যন্ত চেষ্টা করেছেন জনবসতির ক্ষতি এড়িয়ে বিমানটিকে যেন নিরাপদে অবতরণ করানো যায়।

বিমান বাহিনীর ইয়াক-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ দুর্ঘটনায় পড়ে বলে জানায় আইএসপিআর। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানে আগুন লেগে পতেঙ্গার কর্ণফুলী নদীর মোহনায় পড়ার আগে প্যারাসুট দিয়ে নেমে আসেন পাইলট অসীম ও কো-পাইলট সোহান। এরপর তাদের হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের ড: আমান উল্লাহ ও নীলুফা আক্তারের ছেলে। তিনি ২০০৭ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, ২০০৯ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং ২০১২ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ থেকে বিএসসি (এ্যারো) পাশ করেন।

২০১০ সালের  ১০ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং ২০১১ সালের ১ ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তিসহ জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন।

চাকরিকালীন সময়ে আসিম বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ 'মফিজ ট্রফি', 'বিমান বাহিনী প্রধান ট্রফি' ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ 'Chief of Air Staff's Trophy for Best in Flying (Indian Air Force)'  অর্জন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ