Views Bangladesh

Views Bangladesh Logo

পার্শ্বপ্রতিক্রিয়া খুঁজে বের করতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ

অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বুধবার, ৮ মে ২০২৪

অ্যাস্ট্রাজেনেকা যখন পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে বাজার থেকে তাদের কোভিড ভ্যাকসিন প্রত্যাহারের ঘোষণা দিল তখন উল্টা পথে হাঁটলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বললেন, বাংলাদেশে এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে ক্ষতিকর কোনো উপসর্গ পাওয়া না যাওয়ায় বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

বুধবার (৮ মে) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সম্প্রতি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এক ঘোষণায় জানায়, তাদের তৈরি করোনার সব টিকা প্রত্যাহার করে নেয়া হবে। তাদের করোনাভাইরাসের টিকা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে আর এই টিকা ব্যবহার করা যাবে না। গত ৫ মার্চ টিকা প্রত্যাহারের আবেদন করা হয়েছিল এবং ৭ মে থেকে তা কার্যকর হয়।

বৈশ্বিক এই সিদ্ধান্তের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়ে সমালোচনা হচ্ছে। কিছু দেশে পার্শ্বপ্রতিক্রিয়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। আমাদের দেশে এ রকম কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট এখন পর্যন্ত পাইনি।

তিনি আরও বলেন, আমরাও যেহেতু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা গ্রহণ করেছি সেহেতু আমাদের দেশে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কি না, তা খুঁজে দেখতে হবে। আমি এটা জানার পরে ইতোমধ্যেই ডিজি হেল্থকে নির্দেশনা দিয়েছি এবং তারা এটা জরিপ করছে। মানে যাদের এই টিকা দেয়া হয়েছে তাদের ওপর জরিপ করে আমাকে রিপোর্ট দেবে।

সামন্ত লাল সেন বলেন, যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমাদের দেশে কতটুকু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। তবে আমরা এটি নিয়ে চিন্তিত। ওরা (আ্যাট্রাজেনিকা) বলছে টিকা তুলে নিতে কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাবো ততক্ষণ পর্যন্ত কীভাবে বলবো?

মন্ত্রী বলেন, দেশে যেহেতু এখন পর্যন্ত কোনো উপসর্গ বা ক্ষতিকর কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার কার্যক্রম চলবে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ