ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, আহত ৭৩২ জন
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত ও ৭৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এমআরটিভি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৭.৭ মাত্রার ভূমিকম্পে দেশের কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সংস্থাটির এক মুখপাত্র বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত জনগণ, অবকাঠামোর ক্ষতি এবং জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য সংগ্রহ করছি, যাতে দ্রুত ব্যবস্থা নেয়া যায়।’
রেড ক্রসের তথ্য অনুযায়ী, শক্তিশালী এই ভূমিকম্পে দেশটির ভবন ও জনসাধারণের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি বড় বাঁধগুলোর অবস্থাও নিয়ে উদ্বেগ রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছয়টি রাজ্য ও অঞ্চল, বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রসের প্রোগ্রাম সমন্বয়ক মারি ম্যানরিক জানিয়েছেন, রাস্তাঘাট, সেতু ও সরকারি ভবনসহ বেশ কিছু জনপরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়াঙ্গুন থেকে ভিডিও লিংকের মাধ্যমে জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘বড় আকারের বাঁধগুলোর অবস্থা নিয়ে আমরা এখনো উদ্বিগ্ন, সেগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মান্দালয় ও সাগাইংকে সংযোগকারী সেতুটি ভেঙে পড়েছে। এটি লজিস্টিক সমস্যা তৈরি করবে, কারণ সাগাইং অঞ্চলে মিয়ানমারের সবচেয়ে বেশিসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে