থাইল্যান্ডে স্কুল বাসে আগুন, নিহত ২৫
থাইল্যান্ডে দুর্ঘটনার পরে শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি স্কুল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে এ ঘটনা ঘটে।
ব্যাংকক পুলিশ তাৎক্ষণিকভাবে আহত বা নিহতের সংখ্যা নিশ্চিত করতে না পারলেও স্বরাষ্ট্রমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেছেন, প্রায় ২৫ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পরিবহনমন্ত্রী সুরিয়াহে জুয়াংরুংকিত বলেন, ১৬ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা জানিয়েছেন, শিক্ষার্থীরা রাজধানী থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে উথাই থানি প্রদেশ থেকে যাচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘একজন মা হিসেবে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে