Views Bangladesh Logo

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

 VB  Desk

ভিবি ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলের পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস ৬৫০ ফুট গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকেই। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পেরুর কাজামারকা অঞ্চলের প্রাদেশিক প্রসিকিউটর ওলগা বোবাডিলা স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে জানিয়েছেন, রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বাসটি সেলেনডিন থেকে সোরোচুকো শহরের দিকে যাচ্ছিল। অসমতল রাস্তার কারণে হঠাৎ বাসটি উল্টে নদীতে বিধ্বস্ত হয়। স্থানীয় সরকার এই দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে।

সেলেনডিন কমিশনার আলেকজান্ডার উরিয়ার্ট টিভি চ্যানেল ক্যানাল এন-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন এবং বাসচালকসহ আরও ১৩ জন আহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ