Views Bangladesh

Views Bangladesh Logo

গাজার আরেকটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৯

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১০ জুলাই ২০২৪

গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত আরেকটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের (৯ জুলাই) এ হামলায় ২৯ জন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এই নিয়ে চার দিনের মধ্যে চতুর্থবার হামলা চালানো হয়।

দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালের একটি সূত্র জানায়, আল-আওদা স্কুলের প্রবেশপথে এই হামলা চালানো হয়। যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। হামলায় অন্তত ২৯ জন নিহত হয়।

এই ‘ভয়ানক গণহত্যা’ চালানোর জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস। মিডিয়া অফিস জানিয়েছে, হামলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

মঙ্গলবারের হামলা সম্পর্কে মোহাম্মদ সুক্কার নামে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা স্কুলের প্রবেশদ্বারে বসে ছিলাম... হঠাৎ এবং কোনো সতর্কতা ছাড়াই রকেট ছোড়া হয়।’

কর্মকর্তারা বলছেন, এর আগে যে স্কুলগুলোতে হামলা চালানো হয়েছিল সেসব হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়।

এদিকে ইসরায়েল বলেছে, ওই তিনটি স্কুলই ছিল লুকিয়ে থাকা জঙ্গিদের লক্ষ্যবস্ত।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৩৮ হাজার ২৪৩ জন নিহত এবং ৮৮ হাজার ২৪৩ জন আহত হয়েছে। অন্যদিকে হামাস যোদ্ধাদের হামলায় ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি মারা গেছেন এবং কয়েক ডজন লোক এখনও গাজায় বন্দি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ