Views Bangladesh Logo

গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ৩০

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার (২০ জানুয়ারি) সকালে জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে শ্রমিকরা আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে জেলার বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে কারখানার অ্যাডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালেও কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার দুইজন শ্রমিক গুরুতর আহত হন। হতাহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এদের মধ্যে সুজনের বাঁ পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ