Views Bangladesh Logo

গাজায় প্রতিদিন ৩৭ মা প্রাণ হারাচ্ছেন

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের হামলায় প্রতিদিন গড়ে কমপক্ষে ৩৭ জন মা প্রাণ হারাচ্ছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) ফিলিস্তিন রেডক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থা সিনহুয়ার প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

এদিকে প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো যখন আরববিশ্ব প্রতিবছর ২১ মার্চ ‘বিশ্ব মা দিবস’ পালন করে।

মা দিবস উপলক্ষে দ্য কমিশন অব ডিটেনিজ অ্যান্ড এক্স ডিটেনিজ আ্যাফিয়ার্স ইন প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন ও প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব অ্যাসোসিয়েশনের এক যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে প্রতিদিন অনেক মা ও শিশু প্রাণ হারাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, গত অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সর্বাত্মক সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় নারীদের গণগ্রেপ্তার করছে।

এদিকে, ‘২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে মাসহ ফিলিস্তিনের নারী বন্দিদের ওপর ইসরায়েলি অপরাধ ও লঙ্ঘন নাটকীয়ভাবে অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, তাদের স্বামী বা ছেলেদের চাপ দেওয়ার জন্য মায়েদের জিম্মি হিসেবে গ্রেপ্তার করা এবং খুব কঠোর পরিস্থিতিতে তাদের আটক করা।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ