কাজাখস্তানে বিমান বিধ্বস্তে নিহত ৩৯
আজারবাইজান এয়ারলাইন্সের একটি এমব্রায়ার-১৯০ যাত্রীবাহী বিমান কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩৯ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কাজাখ কর্তৃপক্ষ।
বিমানটি আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করছিল। এতে ৬২ জন যাত্রী এবং ৫ জন ক্রু ছিলেন।
কাজাখস্তানের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং আহতদের (দুই শিশু সহ) নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধারের কাজ চলছে।
ঘটনাস্থলের ড্রোন ফুটেজে দেখা গেছে, জরুরি যানবাহন ধ্বংসাবশেষের চারপাশে অবস্থান করছে এবং নিহতদের দেহাবশেষ ছড়িয়ে রয়েছে।
আজারবাইজান এয়ারলাইন্স জানায়, ফ্লাইট জে২-৮২৪৩ আকতাউ শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। রাশিয়ার এভিয়েশন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, একটি পাখির সাথে ধাক্কা লাগার কারণে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক তথ্য থেকে জানা গেছে।
কাজাখ কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্তের জন্য একটি সরকারি কমিশন গঠন করেছে এবং সদস্যরা দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। তারা নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে। কাজাখ সরকার আজারবাইজানের সাথে এই তদন্তে সহযোগিতা করবে বলে জানিয়েছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, যিনি বুধবার রাশিয়ায় একটি সম্মেলনে অংশগ্রহণ করছিলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর দেশে ফিরে আসেন বলে জানায় রাশিয়ার রিয়া (আরআইএ) সংবাদ সংস্থা।
এই দুর্ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার একটি। এটি ওই অঞ্চলের বিমান নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি প্রটোকল নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে