Views Bangladesh Logo

কলম্বিয়ায় গেরিলা সহিংসতায় কমপক্ষে ৩৯ জন নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

লম্বিয়া-ভেনিজুয়েলা সীমান্তবর্তী এলাকায় গেরিলা গোষ্ঠীর সঙ্গে সহিংস ঘটনায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। এই সহিংসতার ফলে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বামপন্থি ন্যাশনাল লিবারেশন আর্মির সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) প্রেসিডেন্ট এক্স-এ লিখেছেন, ‘এই গোষ্ঠীর সঙ্গে সংলাপ প্রক্রিয়া স্থগিত। ন্যাশনাল লিবারেশন আর্মি শান্তির জন্য ইচ্ছুক নয়’ এবং যা ঘটেছে তাকে তিনি ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।

অভিযোগ উঠেছে, লিবারেশন আর্মির সদস্যরা নর্থ সান্তান্দার বিভাগের কাটাতুম্বো অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম ও খামারে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনীর (ফার্ক) সদস্যদের আক্রমণ করে।

নর্থ সান্তান্দারের গভর্নর উইলিয়াম ভিলামিজার জানিয়েছেন, এই ঘটনায় ৩০ জনের বেশি নিহত হয়েছেন এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন।

সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন হলেন ২০১৬ সালের শান্তি চুক্তি মেনে আত্মসমর্পণকারী ফার্কের সাবেক বিদ্রোহী সদস্য।

অন্য একটি ঘটনায়, বোলিভার বিভাগে লিবারেশন আর্মি ও দেশের প্রধান অপরাধ চক্র ‘ক্ল্যান দেল গোলফো’র মধ্যে সহিংসতায় ৯ জন নিহত হয়েছেন।

গত বছরের সেপ্টেম্বর মাসেও, এক সামরিক ঘাঁটিতে হামলায় দুই সেনা নিহত ও দুই ডজনের বেশি আহত হওয়ার পর সরকার আলোচনা স্থগিত করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ