Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

জার উত্তরাঞ্চলে গতকাল শনিবার ইরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হাসাসের গণমাধ্যমের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ‘গাজার ৮টি গুরুত্বপূর্ণ শরণার্থী শিবিরের একটি আল-শাতি। সেখানে গতকাল ইসরায়েলি হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আল তুফাহ এলাকার আবাসিক ভবনে হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।’

ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, আইডিএফের যুদ্ধবিমান থেকে হামাসের দুটি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ হামলার বিস্তারিত কিছু জানায়টি আইডিএফ।

এদিকে হামাস তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী ক্রমাগত বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষদের হত্যার জন্য চরম মূল্য দিতে হবে দখলদার নাৎসিদের।

রয়টার্স জানিয়েছে, তাদের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তুপের ভেতর ফিলিস্তিনিরা স্বজনদের মরদেহ খুঁজছেন। কোনও কোনও শরণার্থী ভয়ার্ত চোখে রাস্তায় দাঁড়িয়ে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও আর ধ্বংসস্তুপ দেখছেন।

গত ৮ মাস ধরে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৭ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৮৫ হাজারের বেশি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ