Views Bangladesh

Views Bangladesh Logo

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪৬ জন: তালেবান মুখপাত্র

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তপ্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র।

বুধবার (২৫ ডিসেম্বর) এএফপিকে দেয়া এক বিবৃতিতে মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘গতকাল রাতে পাকিস্তান পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমাবর্ষণ করেছে। এতে মোট ৪৬ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী।’

তিনি জানান, এই হামলায় ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যেও বেশিরভাগ শিশু।

মঙ্গলবার সন্ধ্যায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে পাকিস্তানের এই হামলাকে ‘বর্বরোচিত’ ও ‘স্পষ্ট আগ্রাসন’ বলে নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই কাপুরুষোচিত ঘটনার জবাব না দিয়ে থাকবে না আফগানিস্তান; ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা নিজেদের অখণ্ড অধিকার।

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখলের পর দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে চলছে। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটি থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিয়মিতভাবে হামলা পাকিস্তান সীমান্তে চালাচ্ছে।

পাকিস্তান দাবি করেছে, কাবুলের তালেবান সরকার সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে এবং তাদেরকে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে সুযোগ দিচ্ছে। তবে কাবুল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ