ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে সাতজন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জন ফরিদপুর মেডিকেল কলেজ এবং নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছেন বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে সংঘর্ষে জড়ান ফুলসুতি ইউনিয়নের সোলিথা এবং নগরকান্দা পৌরসভার মীরাকান্দা গ্রামবাসী। বেলা ১১টা পর্যন্ত চলা সংঘর্ষে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগের রাতে সোলিথা মাদ্রাসার ওয়াজ মাহফিলের (ইসলামী ধর্মীয় সমাবেশ) পর এলাকার আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। মসজিদের লাউডস্পিকারে ঘোষণায় দুই গ্রামের মধ্যে আরও শত্রুতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তেজনার নিরসন ঘটালেও ঢাল, কাটরা, সড়কি, বল্লম এবং ইটপাটকেলের মতো স্থানীয় অস্ত্রে সজ্জিত উভয়পক্ষের শত শত গ্রামবাসী রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সিনিয়র এএসপি শাকিল জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওসিসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হলেও পরিস্থিতি এখন শান্ত।
সহিংসতার কারণ সম্পর্কে তদন্ত চলছে। এলাকায় শান্তি নিশ্চিতে আরও ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে