দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতীশি
ভারতের রাজধানী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির (আপ) নেত্রী ৪৩ বছর বয়সি অতীশি মারলেনা। তিনিই এ যাবতকালের দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী।
শনিবার (২১ সেপ্টেম্বর) দিল্লির রাজভবনে তিনি শপথ নিয়েছেন। অতীশি ছাড়াও আপের পাঁচ বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বলে জানা গেছে।
দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন নেওয়ার পর পদত্যাগ করেছেন। এর চার দিন পর তিনি শপথ নিলেন।
বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিতের পর দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হলেন অতীশি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে