Views Bangladesh Logo

ঢাবির ক্ষণিকা বাসে হামলা, আহত ১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের পরিবহন ক্ষণিকা বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে গাজীপুর যাওয়ার পথে উত্তরার আজমপুরে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ভিউজ বাংলাদেশকে হামলার ঘটনা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ক্ষণিকা বাসটি গাজীপুরের উদ্দেশে যাত্রা করছিল। উত্তরা বিএনএস এলাকায় পৌঁছালে দেখা যায়, বিআরটিসি ট্রাক এক স্কুলছাত্রকে চাপা দেয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। ঢাবির বাস সামনে যাওয়া মাত্রই চারদিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করে একদল শিক্ষার্থী। এতে ঘটনাস্থলেই ঢাবির কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়।

প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ভিউজ বাংলাদেশকে বলেন, ‘হামলা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে করা হয়নি। তারা সব বাসেই হামলা করছিল। এ সময়েই বিশ্ববিদ্যালয়ের বাসটি তাদের সামনে পড়ে। আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এক জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীরা একটি জিডি করতে থানায় যাচ্ছে বলে জানতে পেরেছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ