Views Bangladesh

Views Bangladesh Logo

কিরগিজস্তানে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের শিক্ষার্থীদের ওপর হামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ১৮ মে ২০২৪

কিরগিজস্তানে বাংলাদেশি, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা স্থানীয় উত্তেজিত জনতার হামলার শিকার হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৮ মে) এই হামলার শিকার হন দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা।

কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের বাংলাদেশি শিক্ষার্থী সামিয়া কবির শনিবার সন্ধ্যায় বার্তাসংস্থা ইউএনবি’কে বলেন, “আমরা এখানে পাঁচজন বাংলাদেশি মেয়ে আছি। আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে আছি। আমাদের অ্যাপার্টমেন্টের সামনে কিছু লোক জড়ো হচ্ছে। দয়া করে আমাদের সাহায্য করুন।”

সামিয়া আরও বলেন, “কর্তৃপক্ষ আমাদের ভেতরে থাকতে বলেছে। আমরা কাছাকাছি অন্যান্য অ্যাপার্টমেন্ট থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি ... সেখানে কিছু পাকিস্তানি থাকতে পারে।”

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গত কয়েকদিন ধরে উত্তেজিত জনতা বাংলাদেশ, ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিরগিজ ও আন্তর্জাতিক ছাত্র, বিশেষ করে পাকিস্তানি ও মিসরীয়দের মধ্যে বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উত্তেজনা বেড়ে যায়।

শুক্রবার (১৭ মে) রাতে বেশ কয়েকজন কিরগিজ সেনা রাস্তায় নেমে আসে। স্থানীয়রা এই বিবাদে জড়িত বিদেশিদের সঙ্গে ‘নমনীয় আচরণ’ করার জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

এদিকে পুলিশ অবশ্য জানিয়েছে, গত ১৩ মে মারামারির অভিযোগ পাওয়া মাত্রই তিন কিশোরকে আটক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ