গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা: ১৬ জন গ্রেপ্তার, ওসি বরখাস্ত
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর ‘হামলার’ ঘটনায় এ পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
এছাড়া শিক্ষার্থীরা জানানো সত্ত্বেও হামলার ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে না আসায় গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রাজবাড়ী রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পুলিশ কমিশনার বলেন, দায়ী অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে।
জবাবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম বলেছেন, তারা আজকের মধ্যে অন্তত ১০০ জনকে গ্রেপ্তার দেখতে চান। আর রোববারের (৯ ফেব্রুয়ারি) মধ্যে হামলায় জড়িত আওয়ামী লীগের সদস্য ও তাদের সহযোগীদের কারাগারে দেখতে চান তারা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরে বাসায় ভাঙচুরের সময় স্থানীয়দের মারধরে আহত হন অন্তত ১৫ জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে