Views Bangladesh

Views Bangladesh Logo

বাইডেন-ট্রাম্প বিতর্ক: ব্যাপক হ্রাস পেয়েছে দর্শক

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২৯ জুন ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্কটি গত বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় সমস্ত চ্যানেলে ৪৭.৯ মিলিয়ন দর্শক আকর্ষণ করেছে, যা ২০২০ সালের তুলনায় অনেক কম। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন এ কথা জানায়।

সিএনএন এই বিতর্কের আয়োজন করে এবং এর দু’জন বিখ্যাত সাংবাদিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর এই দুই প্রার্থীর প্রথমবারের উপস্থাপিত বিকর্ত ৭৩.১ মিলিয়ন দর্শক দেখেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কটি ৬৩ মিলিয়ন দর্শক দেখেন।

এই উল্লেখযোগ্য সংখ্যক দর্শক হ্রাস পাওয়া সত্ত্বেও, বৃহস্পতিবারের লাইভ সম্প্রচারের দর্শক ছিল ক্রীড়া ইভেন্টের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছর সবচেয়ে বেশি দর্শক আকর্ষণীয় ইভেন্ট। সিএনএন শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ভিউয়ার রেটিং এজেন্সি নিলসেন শ্রোতাদের সংখ্যা সিএনএন-এর গণনার চেয়ে এক ধাপ বেশি,তাদের হিসাবে মার্কিন নেটওয়ার্ক জুড়ে এই দর্শক সংখ্যা ৫১.৩ মিলিয়ন।

বিতর্কের হোস্ট হিসেবে, সিএনএন এটিকে অন্যান্য চ্যানেলে সম্প্রচার করার প্রস্তাব দিলে, সিএনএন’র প্রতিদ্বন্দ্বী ফক্স নিউজ-সহ সব বড় বড় মার্কিন স্টেশনগুলো এটি সম্প্রচারে সম্মত হয়।

চ্যানেলের নিজস্ব পরিসংখ্যান অনুসারে,ফক্স নিউজের ৯ মিলিয়নেরও বেশি দর্শক সিএনএন-এ টিউন করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ