Views Bangladesh

Views Bangladesh Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২১ জুন ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে শান্ত বাহিনী।

অ্যান্টিগুয়ার সার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে প্রত্যাশা মতো ব্যাটিংটা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। কারণ অজি বোলারদের সামনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর তৌহিদ হৃদয় ছাড়া সুবিধা করতে পারেনি কেউই। ফলে শান্তর ৩৬ বলে ৪১ ও হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ওপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪০।

জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার জন্য জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ঝড়ো গতিতে স্কোরবোর্ডে ৫৯ রান জমা করেন তারা। এরপর বৃষ্টিতে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ থাকলেও এগিয়েই ছিল অজিরা।

বৃষ্টি থামার পর আগ্রাসী হেডকে ৩১ রানে ও অধিনায়ক মিচেল মার্শকে ১ রানে সাজঘরে ফিরিয়ে অজিদের ইনিংসের লাগাম টেনে ধরার চেষ্টা করেছিলেন রিশাদ হোসেন। তবে দ্রুত দুই উইকেট পড়লেও মোমেন্টাম হাতছাড়া হতে দেননি ওয়ার্নার। ঝড়ো ব্যাটিংয়ে ৩৪ বলে ফিফটি তুলে নেন তিনি। ওয়ার্নারের পাশাপাশি ব্যাট হাতে চড়াও হন গ্লেন ম্যাক্সওয়েল।

১১.২ ওভারে আবার বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। তবে ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত খেলা মাঠে না গড়ালে বৃষ্টি আইনে ২৮ রানের জয় পায় অজিরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ