Views Bangladesh Logo

শ্রীলংকায় টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল মাত্র ৭৫ রানের। এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারী অস্ট্রেলিয়া। ৯ উইকেটে পাওয়া জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়ানরা।

১৪ বছরে এশিয়ার মাটিতে তাদের দ্বিতীয় সিরিজ জয়ের রেকর্ড এটি। এর আগে ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল অজিরা। ২০১১ সালের পর শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ জয়ও এটি।

আজ রবিবার টেস্টের চতুর্থ দিন ৮ উইকেটে ২১১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। তাদের লিড ছিল ৫৪ রানের। কুশল ৪৮ রানে অপরাজিত ছিলেন। কিন্তু সব মিলিয়ে শ্রীলঙ্কা শেষ দুই উইকেট নিয়ে ব্যাটিং করতে পেরেছে আধ ঘণ্টা। লংঙ্কানদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২৩১ রানে। প্রথম ইনিংসে ২৫৭ রান করে তারা। প্রথম ইনিংসে ৪১৪ রান করেছিল অস্ট্রেলিয়া। শেষ ইনিংসে এক উইকেটে ৭৫ রান করে জয় পায় তারা।

অস্ট্রেলিয়ার দুই স্পিনার নাথান লায়ন ও ম্যাথু কুনেম্যানের ঘূর্ণিজাদু দেখিয়ে ম্যাচে ব্যবধান গড়ে দেন। এই দুই স্পিনার দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭টি করে উইকেট নেন। দুজনে মিলে সিরিজে নিলেন ৩০ উইকেট। কুনেম্যান ১৬টি ও লায়ন ১৪টি উইকেট নেন। ম্যাচসেরা হন অ্যালেক্স ক্যারি।

অন্যদিকে, ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা লঙ্কান সাবেক অধিনায়ক দিমুথ করুনারত্নে শেষ ইনিংসে করেন ১৪ রান। এরআগে ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়া স্মিথ নতুন এক কীর্তি গড়েন। অস্ট্রেলিয়ার প্রথম ফিল্ডার হিসেবে টেস্টে ২০০ ক্যাচ ধরার রেকর্ড গড়েছেন তিনি। সিরিজ সেরা হয়েছেন স্মিথই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ