Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৭৯ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতে নিলো অস্ট্রেলিয়া। রোববার (১১ ফেব্রুয়ারি) বেনোনির সাহারা পার্ক উইলোমুর ক্রিকেট স্টেডিয়ামে ভারর্তীয় যুবাদের বিধ্বস্ত করলো অস্ট্রেলিয়ার যুবারা।

ম্যাচে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতে ১৬ রানের মাথায় সাজঘরে ফেরেন স্যাম কোন্সতাস।

কিন্তু রানের গতি সচল রেখে পরিস্থিতি সামলে নেন অস্ট্রেলিয়ান আরেক ওপেনার হ্যারি ডিক্সন। ৫৬ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। এরপর মিডল অর্ডার পরিস্থতি সামলে নেয়।

অস্ট্রেলিয়ার হয়ে ৬৪ বলে সর্বোচ্চ ৫৫ রান করেছেন ভারতীয় বংশোদ্ভূত হার্জাস সিং। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলেছেন রাজ নিম্বানি। দুটি উইকেট নেন নমন তিওয়ারি। একটি করে উইকেট পান মুশির খান এবং সৌমি কুমার পাণ্ডে।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ভারতের। কিন্তু অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে গুরুত্বপূর্ণ কোনো পার্টনারশিপ করতে পারেনি ভারত। ৩৭ বল বাকি থাকতেই ১৭৪ রানে ভারতকে অলআউট করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন মাহলি বিয়ার্ডম্যান এবং রাফায়েল ম্যাকমিলান।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মাহলি বিয়ার্ডম্যান। টুর্নামেন্ট সেরার খেতাব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার কোয়েনা মাফাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ