শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ হচ্ছে অস্ট্রেলিয়ায়
১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, টিকটক ও স্ন্যাপচ্যাট, রেডিট ও এক্সসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধে আইন পাস করেছেন অস্ট্রেলিয়ার আইন প্রণেতারা। এটি কার্যকর হলে তা বাস্তবায়নে ব্যর্থ কোম্পানিগুলোকে প্রায় পাঁচ কোটি অস্ট্রলিয়ান ডলার পর্যন্ত জরিমানা গুণতে হবে। শিশুসন্তানদের সেগুলো ব্যবহারে সম্মতি দিলে ছাড় পাবেন না মা-বাবারাও।
বুধবার (২৭ নভেম্বর) পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হয়েছে ঐতিহাসিক আইনটি। উচ্চকক্ষ সিনেটে এখন আইনটি নিয়ে বিতর্ক হবে।
নতুন আইনে শিশু-কিশোর-কিশোরীদের ওইসব অ্যাকাউন্ট থেকে বিরত রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থাগুলোকে ‘যুক্তিসঙ্গত পদক্ষেপ’ নিতে হবে। অন্যথায় ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান বা ৩২ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানার বিধানকে অবশ্য ‘অস্পষ্ট’, ‘সমস্যামূলক’ এবং ‘তাড়াহুড়ো’ বলে বর্ণনা করেছে কোম্পানিগুলো।
তবে আইনটিতে কীভাবে বিধানগুলোর প্রয়োগ করা হবে, সে সম্পর্কে এখনও বিশদভাবে বলা হয়নি। নিয়ন্ত্রকরা সেগুলো তৈরি এবং নিষেধাজ্ঞা কার্যকর হতে কমপক্ষে এক বছর লেগে যেতে পারে।
অস্ট্রেলিয়ার আইনে যেকোনো বিষয়ে নিষেধাজ্ঞা বিশ্বের অন্যতম কঠোরতম। তবে এ নিষেধাজ্ঞাকে আদালতে চ্যালেঞ্জ করা যায়।
আইনটি পাসের আগে ভোট নেয়া হয় নিম্নকক্ষে। আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ‘সহকর্মীদের চাপের একটি প্ল্যাটফর্ম, উদ্বেগ সৃষ্টিকারী, স্ক্যামারদের বাহন, অনলাইন শিকারিদের হাতিয়ার এবং সবচেয়ে খারাপ’ হিসাবে অভিহিত করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
তিনি বলেন, ‘তরুণ অস্ট্রেলিয়ানরা তাদের ফোন বন্ধ করে ফুটবল, ক্রিকেট, টেনিস ও নেটবল কোর্ট এবং সুইমিং পুলে যেতে পারবে’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে