Views Bangladesh Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

লেগ স্পিনার অ্যাডাম জাম্পার জোড়া শিকারে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। 

ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ যথাক্রমে ৩৪ ও ১৮ রানে অপরাজিত থাকায় মাত্র ৩৪ বলে ৭২ রানে নামিবিয়াকে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া।

টানা তিন জয়ে এক ম্যাচ হাতে রেখেই সুপার এইটে জায়গা করে নিয়েছে অজিরা। শনিবার 'বি' গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।

এদিন টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় অষ্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তবে শুরুটা ভালো হয়নি নামিবিয়ার। কারণ দলীয় মাত্র ১৫ রানের মধ্যে নামিবিয়ার দুই ওপেনার মাইকেল ভ্যান লিনজেন ও নিকো ডেভিনকে আউট করেন জশ হ্যাজেলউড।

হ্যাজেলউডের পাশাপাশি বোলিং করতে নেমে মার্কাস স্টয়নিসও দুটি উইকেট নেন আর প্যাট কামিন্স ও নাথান এলিস একটি করে উইকেট নেন। এর ফলে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ১৬ ওভারে ১০ উইকেট হারিয়ে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭২ রান।

নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক গেরহার্ড ইরাসমাস।

জবাবে ছোট পুঁজির টার্গেটে খেলতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও হেড। দ্বিতীয় ওভারে ক্যাচ আউট হন ওয়ার্নার। তবে মাঠ ছাড়ার আগে উইকেটের দুই পাশে বাউন্ডারি হাঁকান দুজনেই।

ওয়ার্নারের বিদায়ের পর ট্রাভিস হেডের সঙ্গে যোগ দিয়ে দ্রুত গতিতে রান তোলায় ব্যস্ত থাকেন অধিনায়ক মিচেল মার্শও। এর ফলে ৭ ওভার বাকি থাকতেই দলকে দুর্দান্ত জয় এনে দেয় দুজনই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ