Views Bangladesh

Views Bangladesh Logo

মুক্ত হয়ে নিজ দেশে ফিরলেন অ্যাসাঞ্জ

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

দোষ স্বীকার করে মুক্ত হওয়ার পর ১২ বছরের মধ্যে প্রধমবারের মতো নিজ দেশের মাটিতে পা রাখলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

বার্তা সংস্থা ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বুধবার সন্ধ্যায় নিজস্ব চার্টার্ড বিমানযোগে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এসে পৌঁছান অ্যাসাঞ্জ। ক্যানবেরা বিমানবন্দরে তিনি পৌঁছানোর পর তাকে দেখে উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা। এ সময় তাদেরকে অতিক্রম করে যাওয়ার সময় জনতার উদ্দেশে হাত নাড়েন তিনি। তার আগে বিমান থেকে নেমেই স্ত্রীকে জড়িয়ে ধরেন অ্যাসাঞ্জ।

অন্যদিকে দেশে ফেরার পর জুলিয়ান অ্যাসাঞ্জকে স্বাগত জানান অস্ট্রেলিয়ান রাজনীতিবিদরাও। তারা জানায়, দীর্ঘকালীন কারাভোগের পর অ্যাসাঞ্জের মুক্তি উদযাপন করছে তার সমর্থকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (২৬ জুন) সকালে যুক্তরাষ্ট্রের নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জের আদালত কক্ষে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশের কথা স্বীকার করে দোষ স্বীকার করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। শুনানি শেষে অ্যাসাঞ্জকে মুক্ত ঘোষণা করেন বিচারকরা।

এর আগেও অ্যাসাঞ্জকে মুক্তির অনুমতি দেয়ার জন্য প্রকাশ্যে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে অনুরোধ করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।

আদালতের এ রায়ে বুধবার অ্যান্টনি অ্যালবানিজ বলেন, ‘এটি এমন কিছু নয়, যা গত ২৪ ঘন্টায় ঘটেছে। এটি এমন একটি বিষয়, যা দীর্ঘদিনের আলোচনার ফল।’

তিনি আরও বলেন, ‘আমি একজন লেবার নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে অ্যাসাঞ্জের কর্মকাণ্ড সম্পর্কে মানুষের মতামত নিয়ে খুব স্পষ্ট ছিলাম। মামলাটি ইতোমধ্যে অতিরিক্ত দীর্ঘায়িত করা হয়েছে।’

প্রসঙ্গত, ২০১০ সালে কয়েক হাজার গোপন মার্কিন নথি ফাঁস করার জন্য দীর্ঘদিন ধরে উইকিলিকস ওয়েবসাইটের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জকে খুঁজছিল ওয়াশিংটন। এ কারণে গ্রেপ্তার এড়াতে ২০১২ সালের জুনে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। তবে সেখান থেকে ২০১৯ সালে তাকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ।

এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে সোমবার যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পান অ্যাসাঞ্জ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ