জনশক্তি রপ্তানি কমলেও বেড়েছে রেমিট্যান্স
আগের বছরের তুলনায় ২০২৪ সালে দেশের জনশক্তি রপ্তানি ২৪ শতাংশ কমলেও প্রবাসী আয় (রেমিট্যান্স) বেড়েছে ২১ দশমিক ৩২ শতাংশ। বিদায়ী বছরে ৯ লাখ ৯৭ হাজার আটজন কর্মী বিভিন্ন দেশে গেছেন, যা ২০২৩ সালের ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন থেকে ৩ লাখ ৮ হাজার ৪৪৫ জন কম। অন্যদিকে প্রবাসী কর্মীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৭ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের ২১ দশমিক ৯২ বিলিয়ন ডলার থেকে ৫ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার বেশি।