থামেনি দুর্নীতি, তাই ঘুণে পোকার মতো রাষ্ট্রীয় উন্নয়নের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে
আশির দশকে এইচ এম এরশাদ প্রেসিডেন্ট থাকাকালে একপর্যায়ে বলেছিলেন, বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা হচ্ছে অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি; কিন্তু তার এই বক্তব্য সঠিক ছিল না। কারণ জনসংখ্যা তা পরিকল্পিত বা অপরিকল্পিত যাই হোক না কেন তা কখনোই একটি জাতির এক নম্বর জাতীয় সমস্যা হতে পারে না। জনসংখ্যা এমনই এক উৎপাদন উপকরণ যার সংস্পর্শ ছাড়া কোনো উৎপাদন কার্য সম্পাদিত হতে পারে না। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার দায়িত্ব রাষ্ট্রের। জনসংখ্যা যদি উপযুক্ত প্রশিক্ষণ ও রাষ্ট্রীয় আনুকূল্য দিয়ে গড়ে তোলা না যায় তাহলে তা একটি দেশের জন্য মারাত্মক সমস্যায় পরিণত হতে পারে। আর জনসংখ্যাকে যদি জনসম্পদে পরিণত করা যায় তাহলে তা যে কোনো দেশের জন্য শ্রেষ্ঠ উৎপাদন উপকরণে পরিণত হতে পারে। কাজেই জনসংখ্যা কখনোই সমস্যা নয়, সমস্যা হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যর্থতা। বাংলাদেশের মতো উন্নয়নশীল অনেক দেশের এক নম্বর জাতীয় সমস্যা হচ্ছে দুর্নীতি এবং রাষ্ট্রীয় উদ্যোগে সেই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে না পারা।