আমি কাজ করতে করতেই মারা যেতে চাই
আবুল হায়াত, বাংলাদেশের মানুষ যাকে এক নামেই চেনেন। সেই স্কুলজীবন থেকে তিনি অভিনয় শুরু করেছিলেন, আজও অভিনয় করে যাচ্ছেন। দীর্ঘ ৭০ বছর ধরে তিনি অভিনয় করছেন। আমাদের মঞ্চ নাটক, বেতার নাটক, টেলিভিশন নাটক, চলচ্চিত্রের যাত্রা তার ও তার বন্ধুদের হাত ধরেই হয়েছে। তিনি এবং তার সমকালীন বন্ধুরাই আমাদের অভিনয়শিল্পের ভিত্তি স্থাপন করেছেন। বাংলাদেশের কমপক্ষে তিনটি প্রজন্ম বড় হয়েছে তাদের অভিনয় দেখে।