পুনর্বিবেচনার মাধ্যমে বিটিআরএ’র সুনির্দিষ্ট আইনি নীতিমালা প্রয়োজন
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অ্যাক্টের (বিটিআরএ) সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। সংগঠনটি গঠিত হয় ২০০১ সালে। আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে হলে এর আইনগুলো বোঝা জরুরি; কিন্তু, এর অত্যধিক আইনি সংজ্ঞা বোঝা একটা কঠিন ব্যাপার। বর্তমান খসড়াটিও আগের সমস্যাগুলো জিইয়ে রেখেছে। এসব সমস্যা টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঐতিহ্যগতভাবেই বিটিআরএ-এর নিয়ন্ত্রণ ক্ষমতার ক্ষেত্র ছাড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। আমরা জানি, টেলিযোগাযোগ নিজেই আলাদা একটি ক্ষেত্র, এখানে অন্যান্য যোগাযোগমাধ্যম যুক্ত হলে টেলিকমের প্রকৃতি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।