আমরা ব্যক্তিনির্ভর, ওরা প্রতিষ্ঠাননির্ভর
আহমাদ মাযহার প্রাবন্ধিক, অনুবাদ এবং শিশু সাহিত্যিক। সাত বছর ধরে তিনি প্রবাসী। বর্তমানে বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বিদেশ বিভূঁইয়ে থাকলেও তার মন পড়ে থাকে স্বদেশে। এখনো লেখালেখি নিয়ে সক্রিয়। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার দুটি বই: ‘স্মৃতিতে ও সান্নিধ্যে’ ও ‘মৌহূর্তিকী’। প্রতি বছর বইমেলার সময় তিনি দেশে আসেন। ভিউজ বাংলাদেশের সঙ্গে কথা হলো তার প্রবাসজীবন, লেখালেখির-ভাবনা ও নানা প্রসঙ্গ নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন কামরুল আহসান।